
প্রকাশিত: Wed, Dec 6, 2023 12:17 PM আপডেট: Wed, Jul 2, 2025 9:39 AM
[১]ষড়যন্ত্র এবং মাষ্টারপ্লান করেই তারা ক্ষমতাকে আকড়ে রাখতে চান: রিজভী
রিয়াদ হাসান: [২] বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আরও বলেন, দেশের চলমান রাজনীতি একটি ভয়ানক পরিণতির দিকে নিয়ে যেতে চাচ্ছেন অবৈধ শাসকগোষ্ঠি। জনগণ পছন্দ করুক আর না করুক, জনগণ সমর্থন দিক আর না দিক তাতে তাদের কিছু যায় আসে না। তাদের ক্ষমতা ধরে রাখতেই হবে।
[৩] মঙ্গলবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।
[৪] তিনি বলেন, নির্বাচন, ভোট, জনগণের স্বার্থ ইত্যাদি কথা-বার্তা তাদের মুখ থেকে বের হয় ঠিকই কিন্তু প্রকৃতপক্ষে এগুলোকে তারা চিরদিনের জন্য বিদায় করে দিতে চাচ্ছে। যারা এর পক্ষে সোচ্চার, অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়, তারাই হচ্ছে এই অবৈধ শাসকগোষ্ঠীর বড় শত্রু।
[৫] বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন, দু’এক দিনের মধ্যে তাদের ভাগাভাগি শেষ হয়ে যাবে। আসলে এটিতো ভাগাভাগির নির্বাচন। তারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতাদের ভাগিয়ে নিয়ে আসছেন। তাদের তথাকথিক জোটের যারা একটু মনক্ষুণ্ন তাদের হালুয়া রুটির কিছু অংশ দিয়ে একটি নির্বাচনি ঘোষণা দিবেন।
[৮] অবরোধ সফল করার আহ্বান জানিয়ে বিএনপির মুখপাত্র বলেন, আমরা জনগণের শক্তির ওপর নির্ভর করে আমরা আমাদের দাবিগুলোর জন্য এই আন্দোলন-সংগ্রাম করছি।
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়

[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন

[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের

[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের

[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল

[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
